• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল পাঁচ শিশুর

কক্সবাজার প্রতিনিধি

  ২৫ জুলাই ২০১৮, ০৮:৫১
ফাইল ছবি

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের চার শিশু ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড় ধসে আরও এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশু হলো- দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকার মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। এর সবাই ভাই-বোন।

অপরজন রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের মোর্শেদ আলম (৬)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ইনচার্জ শেফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার মডেল থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন আহমেদে জানান, বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির উপর ধসে পড়লে এই ঘটনা ঘটে। পরে ওই চার শিশুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনূস ভুট্টো আরটিভি অনলাইনকে জানান, পানেরছড়া গ্রামে পাহাড়ধসে মোর্শেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে এলাকার জাকির হোসেনের ছেলে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh