• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কালীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

গাজীপুর প্রতিনিধি

  ২৪ জুলাই ২০১৮, ১২:৫৮

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী মুন্নিকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং দুইদিন ঘরে আটকে রেখেছে স্বামী মো. শহিদুল্লাহ।

দাবিকৃত যৌতুকের ৪ লাখ টাকা দিতে অপরাগতা জানালে গত ১৬ জুলাই সোমবার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালায় শহিদুল্লাহ। ১৮ জুলাই বুধবার কৌশলে মুন্নি স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি বক্তারপুর আসে। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

১৯ জুলাই মুন্নি বাদী হয়ে স্বামী মো. শহিদুল্লাহ, শ্বশুর আতিকুল্লাহ ও শাশুড়ি সুফিয়া বেগমকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহিনুর ইসলাম।

যৌতুকের বিষয় অস্বীকার করে স্বামী শহিদুল্লাহ বলেন, আমি স্ত্রীকে মারধর করেছি। তাকে পানি আনতে বললে সে পানি আনেনি। আমাকে খারাপ ভাষায় বকাঝকা করে। তা সহ্য করতে না পেরে তাকে মারধর করেছি। তবে কোনও যৌতুক চাইনি।