• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কলেজছাত্র হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৩ জুলাই ২০১৮, ১৫:০৪

সাতক্ষীরায় গভীর নলকূপের পানি বিতরণকে কেন্দ্র করে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও ১০জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ডা. সাইফুল্লাহর মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, জিয়ারুল ও মামুনের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, ডা. জুলফিকার, হাসান ও মামুনের চার বছর তিন মাস কারাদণ্ড, জালাল, বেলাল, টুকু, রহিম গাজী ও পিন্টুর তিন বছরের কারাদণ্ড এবং সালাম ও রব্বানীর প্রত্যেককে এক বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের একটি গভীর নলকূপের পানি কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়। পানি বিতরণের জন্য গঠিত কমিটির সভাপতি ওই গ্রামের আলিমুদ্দিন সরদার।