• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাচ্ছেন আরিফুল, পরিবেশ শান্তিপূর্ণ দাবি কামরানের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুলাই ২০১৮, ১৯:০৫

সিলেট সিটি করপোরেশন(সিসিক) নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের দাবি, মহানগরীতে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান।

শনিবার প্রচারণা চালানোর সময় এমন দাবি করেন তারা।

এদিন কায়স্তরাইল, জেলরোড ও নয়াসড়ক এলাকায় প্রচারণা চালানোর সময় আরিফুল বলেন, সবাই উৎসবমুখর পরিবেশে থাকলেও আমরা শঙ্কার মধ্যে আছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাচ্ছি।

তবে নির্বাচনে কোনও অবৈধ পথ বেছে নেয়া হলে সিলেটের মানুষ সমুচিত জবাব দেবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশা জানিয়ে বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাহায্য করছেন। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।

এদিকে আখালিয়া, করেরপাড়া, যতরপুর, কালিঘাট ও নয়াবাজার এলাকায় প্রচারণা চালানোর সময় কামরান বলেন, মহানগরীতে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ চলছে। মানুষের মধ্যে প্রচুর উৎসাহ-উদ্দীপনা রয়েছে। জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার মানুষের মধ্যে বাড়তি আমেজ রয়েছে। আমরা জনগণের ওপর আস্থা রেখে প্রচারণা চালাচ্ছি। জনগণের যে সাড়া পাচ্ছি, তাতে আমরা আশাবাদী নির্বাচনে নৌকা বিজয়ী হবে।

সিলেট সিটি করপোরেশনে দলীয় প্রতীকে এই প্রথম নির্বাচন। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় ভোটের লড়াইয়ে সাতজন মেয়র প্রার্থী থাকলেও আলোচনায় আছেন এই দুইজনই।

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
আওয়ামী লীগের যৌথসভা আজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
X
Fresh