• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আসছে কুরবানি ঈদ, বাড়ছে গরু চুরি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ২১ জুলাই ২০১৮, ১৮:২৪

কুরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গরু চুরি বেড়েছে। গত এক মাসে মিরসরাই, রাউজান, হাটহাজারী ও লোহাগড়াসহ বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। গরু চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন কৃষক ও খামারিরা।

লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, গরু চুরি রোধ করতে কমিউনিটি পুলিশকে কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে। গরু চুরি সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। চোরদের ধরতে পুলিশও কাজ করে যাচ্ছে।

খামারিরা জানান, কুরবানি ঈদকে সামনে রেখে চোরের দল প্রায়ই রাতে কোনও না কোনও বাড়িতে হানা দিচ্ছে। এক্ষেত্রে গরু চুরি করতে এসে এলাকাবাসীর হাতে চোরদের গণপিটুনি খাওয়ার মতো ঘটনা ঘটেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, ১৩ জুলাই ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকআপে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই গরুসহ দুইজনকে আটক করে পুলিশ। পিকআপটিও জব্দ করা হয়। এই ঘটনার পর মিরসরাইয়ে আর এ ধরনের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন ওসি।

এ মাসের শুরুর দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের দক্ষিণ মেখল এলাকার দশরথ উকিলের বাড়ি থেকে চারটি গরু নিয়ে গেছে চোরের দল। গরুর মালিক রঞ্জন দাশ সাংবাদিকদের জানিয়েছেন, চারটি গরু চুরি গেছে। অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করে আসছিলাম। এ ব্যাপারে হাটহাজারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : দিনরাত জাল ফেলেও মিলছে না ইলিশ (ভিডিও)
--------------------------------------------------------

এছাড়া জানা যায় সম্প্রতি সময়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে চারটি, চুনতি ইউনিয়নের হিন্দুপাড়া থেকে চারটিসহ ইউনিয়নের রোসাইঙ্গাপাড়া, কুমুদিয়াপাড়া, বনপুকুর এলাকা ও নলবনিয়া এলাকা হতে মোট ১৩টি গরু চুরি হয়েছে।

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য সাজিব হোসেন আরটিভি অনলাইনকে জানান, কুরবানির ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের তৎপরতা বেড়েছে। কয়েকদিন আগে জনগণ তিনজন চোরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে : হানিফ
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ
X
Fresh