• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্যবসায়ীকে উদ্ধারসহ ৮ দফা দাবিতে দুই বাঙালি সংগঠনের সাংবাদিক সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৮, ২০:৩৩

অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীকে উদ্ধারসহ পাহাড়ি সংগঠনগুলোর অব্যাহত চাঁদাবাজি, খুন, গুম বন্ধসহ ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে দুই বাঙালি সংগঠন।

আজ(বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ সংবাদ সম্মেলনের আয়াজন করে।

এসময় দাবি আদায়ে আগামী ২৪ জুলাই খাগড়াছড়িতে মানববন্ধনসহ কঠোর ও লাগাতার কর্মসূচির হুমকি দেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : অভিযোগটি মামলা হিসেবে না নিলে আমরণ অনশনে যাবে রাইফার বাবা
--------------------------------------------------------

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাঈন উদ্দীন।

এতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি সংগঠনগুলোর চাঁদাবাজির স্বর্গরাজ্য উল্লেখ করে বলা হয়, উপজাতি নেতৃবৃন্দের স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্ন বাস্তবায়নের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এখানকার বাঙালিদের তাড়ানোর জন্য অর্থনীতি ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিতায় পানছড়ি বাজার চালু করার জন্য চাঁদা হিসেবে ৫ কোটি টাকা দাবি করা হচ্ছে। যেমনটি করা হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে লক্ষীছড়ি বাজার বর্জন করে। অদ্যবধি বাঘাইহাট বাজার চালু করতে পারেনি। এভাবে লাগাতার হত্যা-গুম-অপহরণ ও ধর্ষণ অব্যাহত থাকলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা রোহিঙ্গাদের মত পরিস্থিতিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলন থেকে পার্বত্য চট্টগ্রামে উপজাতি সশস্ত্র সংগঠনগুলার নিকট প্রশাসন অসহায়? এমন প্রশ্ন রেখে বলা হয়, সংগঠনগুলো কর্তৃক জাতিগত নির্যাতনের শিকার হচ্ছে। বাদ পড়ছেনা বাঙালিরাও। হত্যা, গুম, খুন ও ধর্ষণের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন, জেলা সাংগঠনিক পারভেজ আলম প্রমূখ।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
X
Fresh