• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝালকাঠিতে বাঁধ না থাকায় শতাধিক গ্রাম প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি

  ১৭ জুলাই ২০১৮, ১৪:৪৯

উপকূলীয় জেলা ঝালকাঠিতে আমাবস্যার জোয়ারের প্রভাব ও দুদিন ধরে ভারি বর্ষণে নিন্মাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা বন্যার পানি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরের বিষখালী নদীর বাঁধ না থাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার চার উপজেলার শত শত হেক্টর আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।

সুগন্ধা নদীর তীরবর্তী ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠী, নতুন কলাবাগান, কলেজ খেয়াঘাট ও লঞ্চঘাট এলাকা, নলছিটির উপজেলার নাচমহল, ভবানিপুর, হদুয়া, ইসলামপুর, তেতুলবাড়িয়া, মালিপুর, দপদপিয়া, খোজাখালী, কুমারখালী এবং বিষখালী তীরবর্তী রাজাপুরের বড়ইয়া, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ শতাধিক গ্রামের কমপক্ষে হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

কৃষকরা জানান, দক্ষিণ বড়ইয়া ও দক্ষিণ পালট গ্রামের বাঁধ না থাকায় রোপা আমন ও আমনের বীজতলাসহ কৃষি জমি নিমজ্জিত রয়েছে। আমন বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।