• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৪২ গ্রাহকের নামে ভুয়া বিদ্যুৎ বিল: বরখাস্ত তিন কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি

  ১৬ জুলাই ২০১৮, ১৮:৪৩

সংযোগ ছাড়াই ৪২ পরিবারের নামে বিদ্যুৎ বিল দুই লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা প্রদানের ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নেসকোর তিন কর্মকর্তা।

রোববার রাতে তাদেরকে বিদ্যুৎ বিভাগ সাময়িকভাবে বরখাস্ত করেছে।

বরখাস্তকৃতরা হলেন- নেসকোর নির্বাহী প্রকৌশলী শাহানুর ইসলাম, তৎকালীন আবাসিক প্রকৌশলী এটিএম রফিকুল ইসলাম ও মিটার রিডার নির্মল চন্দ্র রায়।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে কালীগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মাজেদ জানান, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের বিদ্যুৎহীন ৪২ গ্রাহকদের কোনোরকম সংযোগ ছাড়াই দুই লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা বিল প্রদান করায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে।