• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মাদক মামলার আসামি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৬ জুলাই ২০১৮, ০৯:০২

কুষ্টিয়া শহরের হরিপুর শেখ রাসেল সেতুর নিচে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১২ মাদক মামলার আসামি শহর আলী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই আতিকুর রহমানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার রাতে তিনটার দিকে কুষ্টিয়া শহরঘেষা হরিপুর শেখ রাসেল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

নিহত শহর আলী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার মনোয়ার বক্স’র ছেলে। তিনি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকাভুক্ত। তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রোববার রাতে শেখ রাসেল সেতুর নিচে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী শহর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশর দাবী ঘটনাস্থল থেকে ১টি দেশীও ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ৬ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh