• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মাকে নিয়ে হজে যাওয়া হয়নি আমজাদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৫ জুলাই ২০১৮, ১৫:০০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমজাদ হোসেন (৫০)। তিনি ওই গ্রামের শওকত হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই ঘাতক দুই ভাই পলাতক রয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ আরটিভি অনলাইনকে বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে আমজাদের সঙ্গে তার আপন ছোট ভাই কাউছার ও উসমানের বিরোধ চলছিল।

আমজাদ তার মাকে নিয়ে আজ রাতে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হজে যাওয়ার আগেই সম্পত্তি নিয়ে বিরোধ মিটিয়ে দেবেন বলে দুই ভাইকে কথা দিয়েছিলেন।

রোববার সকালে জমি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কাউছার ও উসমান ধারালো অস্ত্র দিয়ে আমজাদকে কোপায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh