• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে দুই শতাধিক

জয়পুরহাট প্রতিনিধি

  ১৪ জুলাই ২০১৮, ২২:২০

জয়পুরহাটে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ইতোমধ্যে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা গেছে, জেলার উপজেলা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও কনসালটেশন সেন্টারেও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এসব রোগী প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা এবং শিশুরা সাধারণত বমি, পাতলা পায়খানা ও পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দাতেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের।

ডায়রিয়া আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়া রফিকুল ইসলাম, আক্কাস আলী জানান, তারা সাতদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজকাল প্রায় মানুষের এই অসুখ হচ্ছে। কেউ হাসপাতালে আসে, আবার অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এফ এম মুছা আলি মনছুর বলেন, অস্বাভাবিক গরম ও প্রখর রোদের সঙ্গে ধুলাবালির কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত প্রায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
জয়পুরহাটের মাঠে বাহুবলী টমেটো
জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
X
Fresh