• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১, আহত ১০

মাগুরা প্রতিনিধি

  ১৪ জুলাই ২০১৮, ১৫:৩০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

এসময় নিহতের স্ত্রী সাজিনা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : টাকা না দিলে ফাইল সই করেন না ইউএনও
--------------------------------------------------------

শনিবার সকালে চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনায় নিহতের নাম এখলাচ মোল্লা (৫৫)।

এসময় আহত হন এখলাচ মোল্লার ছেলে আবুল কালাম (৩০), স্ত্রী সাজিনা বেগম (৫০), প্রতিবেশী আলী হোসেন (৩৬) ও হাবিবুর রহমানসহ (৪০) অন্তত ১০ জন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, চাঁদপুর গ্রামের ফুলমিয়া ও ইমান আলী মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চাউলিয়া বাজারে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার সকালে ফুলমিয়া তার সমর্থক মজনু, ইলিয়াস, আলমাস, খলিলসহ অন্তত ৩০ জনের একটি দল নিয়ে ইমান আলীর সমর্থক এখলাচ মোল্লার বাড়িতে হামলা চালায়। এসময় তারা এখলাচ মোল্লা, তার ছেলে, স্ত্রীসহ ১০ জনকে কুপিয়ে আহত করে। পরে এদের মধ্যে গুরুতর আহত এখলাচ মোল্লাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

ওসি আরও জানান, এই ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
X
Fresh