• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’মাদক ব্যবসায়ী নিহত

বগুড়া প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৮, ১০:৩৯

বগুড়ায় দুদল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুতু মিয়া (৪৫) নামের একজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, আট রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব মাথায় এ ঘটনা ঘটে।

নিহত পুতু মিয়া শহরের চকসূত্রাপুরের মজিবর রহমানের ছেলে।

শুক্রবার সকাল নয়টার দিকে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করে জানান, ভাটকান্দী ব্রিজের পূর্ব মাথায় দুই দল সন্ত্রাসী সংঘর্ষে লিপ্ত হয়েছে খবর পেয়ে শহরের বনানী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুলের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুতু মিয়ার বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। সে জেলার তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
X
Fresh