• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যশোরে দুপক্ষের ‘গোলাগুলি’, যুবক নিহত

যশোর প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৮, ০৯:৪৬

যশোরের চৌগাছায় দুপক্ষের ‘গোলাগুলি’তে এক যুবক নিহত হয়েছেন।

চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারের পাশে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রতন (২৭)। তিনি চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বক্কার ওরফে বাক্কারের ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন জানান, রাতে তারা সংবাদ পান চৌগাছা যশোর সড়কের কয়ারপাড়া নামক স্থানে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলি’ হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সেখানে অজ্ঞাত একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

----------------------------------------------
আরও পড়ুন : টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
----------------------------------------------

এসময় মরদেহের পাশ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত রতনের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ কয়েকটি মাদক মামলা রয়েছে। পরে হাসপাতাল মর্গে স্বজনরা মরদেহ সনাক্ত করেছে বলেও জানান তিনি।

তবে নিহতের বাবা আবু বক্কর ও মা ফরিদা বেগমের দাবি, রতন মাগুরা জেলার এক ব্যক্তির নিকট টাকা পেত। বৃহস্পতিবার দুপুরে পাওনা টাকা দেয়া হবে বলে ওই ব্যক্তি তাকে মোবাইল ফোনে ডেকে নিলে দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল করে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসলে এবং তার মোবাইল ফোন রিসিভ না হওয়ায় আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।

পরে শুক্রবার ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে এক ব্যক্তি মোবাইলে জানায় হাসপাতালে রতনের মতো দেখতে একজনের মরদেহ রয়েছে। সেখানে গিয়ে আমরা তার মরদেহ সনাক্ত করি।

তারা আরও জানান, আগে মাদক ব্যবসা করলেও রতন ২/৩ বছর ধরে তা ছেড়ে দিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
X
Fresh