• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে বিএনপির গলার কাঁটা বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৮, ১৩:২৬

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির গলার কাঁটা এখন নিজেরাই। অভ্যন্তরীণ কোন্দলের কারণে দল আর জোট থেকে মেয়র প্রার্থী হয়েছেন তিনজন। বিগত নির্বাচনে জয় পাওয়া বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী এবার তাই পড়ছেন পরাজয়ের শঙ্কায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচন ঘিরে অনেকটা প্রকাশ্যে চলে এসেছে সিলেট বিএনপি ও ২০ দলীয় জোটের কোন্দলের বিষয়টি। নানা ঘটনার পর মেয়র প্রার্থী হিসেবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়ন পেলেও তা মেনে নেননি ২০ দলের অনেক নেতা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর জামায়াতের আমির। তারা বলছেন দলের মনোনীত প্রার্থীর প্রতি কারও আস্থা নেই।

এ বিষয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম বলেন, কথা ছিল আমি মনোনয়ন পাব। কিন্তু কোন ইশারায় আরেকজন ব্যক্তির হাতে ধানের শীষের প্রতীক তুলে দেয়া হয়েছে বুঝতে পারিনি। যেটাকে আমি মনে করি ভুল।

তিনি আরও বলেন, ৩৯ বছর আমি দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। কিন্তু এবার নগরবাসী এবং দলীয় নেতাকর্মীর চাপে নাগরিক কমিটির ব্যানারে মনোনয়নপত্র দাখিল করেছি।