• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে জঙ্গল থেকে হাত-পা বাঁধা পুলিশের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

  ১০ জুলাই ২০১৮, ১৭:০৮

গাজীপুরের কালীগঞ্জের একটি জঙ্গল থেকে পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চ-এসবিতে কর্মরত ইন্সপেক্টর মামুন ইমরান খানের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের রায়েদিয়া এলাকায় তার মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ।

জানা যায়, দুই দিন আগে অফিস শেষে বনানীতে ভাইয়ের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি।

রাজধানীর শান্তিনগরে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন মামুন ইমরান। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মামুন ২০০৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) যোগদান করেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেন। সেখান থেকে ফেরার আগেই ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন তিনি।

পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, সন্ত্রাসীরা তাকে অপহরণের পর হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh