• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোরআন-গীতা ছুঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন ৬০ পুলিশ কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুলাই ২০১৮, ২৩:২৭

ধর্মগ্রন্থ(কোরআন শরীফ ও গীতা) ছুঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছেন যশোরের বিভিন্ন থানা এবং ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত ৬০ জন কর্মকর্তা।

রোববার যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় কোনও মাদক ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেবেন না বলে শপথ করেন তারা।

তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ বা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসায়ীদের প্রতি কোনোরূপ অনুকম্পা ও নমনীয়তা প্রদর্শন করবো না এবং মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোরতম মনোভাব পোষণ করবো।

পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে বলছি, এই শপথ ভঙ্গ করলে আমি পাপী হিসেবে গণ্য হবো বলেও উল্লেখ করেন তারা।

শপথ অনুষ্ঠানে পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান(ক সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানীসহ(খ সার্কেল) সব থানার ওসি এবং সব ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh