• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

গাইবান্ধা প্রতিনিধি

  ০৮ জুলাই ২০১৮, ০৮:৩৬

গাইবান্ধায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শামসুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত সর্দার।

শনিবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন।

পুলিশ জানায়, পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার ডাকাত সর্দার শামসুলকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে গাইবান্ধা-ঢাকা মহাসড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় অন্য ডাকাতদের ধরতে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত সর্দার শামসুল গুলিবিদ্ধ হয় এবং ছয় পুলিশ সদস্য আহত হয়। পরে গুলিবিদ্ধ শামসুলকে আহতাবস্থায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহতের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।