• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিবপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার,নরসিংদী

  ০৬ জুলাই ২০১৮, ১৩:৫০

নরসিংদীর শিবপুর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে উপজেলার সাধারচর ইউনিয়নের তাতাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম নূরুল ইসলাম নূরা(২৯)। তিনি সধারচর গ্রামের বাসিন্দা।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার ভোর রাতে সাত থেকে আটজনের একটি ডাকাত দল তাতাকান্দি গ্রামের সোলাইমানের বাড়িতে ডাকাতি করতে আসে।

ডাকাতদল সোলামানের বাড়ির প্রধান ফটক ভেঙে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে মসজিদের ইমামকে ফোন করে জানান। মসজিদের ইমাম গ্রামে ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দেন।

খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এসময় নূরুল ইসলাম নামে এক ডাকাতকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ওসি আরও জানান, নূরা কুখ্যাত একজন ডাকাত। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
কুকি-চিনের আরও ৪ সদস্য কারাগারে
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
X
Fresh