• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১৯:১৮

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুয়াডাঙ্গা সদরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজরাহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম শেরেগুল হোসেন (৬৫)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএ্যান্ডবি পাড়ার মৃত বরকত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে কৃষক শেরেগুল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার আপন ফুফাতো ভাইয়ের ছেলে আরিফ হোসেন।


--------------------------------------------------------
আরও পড়ুন : কুড়িগ্রামে ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি
--------------------------------------------------------

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে হাজরাহাটি গ্রামে শেরেগুল হোসেনের জমিতে বসতবাড়ি নির্মাণ করছিল তার আপন ফুফাতো ভাই আবু তালেবের ছেলে আরিফ হোসেন। পরে তাকে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শেরেগুলের মাথায় কোপ দেয় আরিফ। এতে গুরুতর জখম হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার খানম আরটিভি অনলাইনকে জানান, কৃষক শেরেগুল হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। যে কারণে তিনি মারা যান।

আরও পড়ুন :

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় যুবকের আত্মহত্যা
যে কারণে জেল থেকে বের হয়েই স্ত্রীকে হত্যা করল স্বামী 
নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
ডেকে এনে তরুণকে কুপিয়ে হত্যা, লাশ ফেলা হলো পুকুরে
X
Fresh