• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১৭:৫৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লিয়াকত আলীকে (৩৭) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত আলী পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর গ্রামে গভীর রাতে স্বামী লিয়াকত আলী তার স্ত্রী রহিমা খাতুনকে(৩০)নির্যাতনের পর হত্যা করে বাড়িতে রেখে পালিয়ে যান।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘সারা শরীরে যে কী ব্যথা কীভাবে বোঝাব?’
--------------------------------------------------------

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করে। ঘটনার পরের দিন নিহত রহিমার বাবা আব্দুল করিম বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামির অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত লিয়াকত কুষ্টিয়ার মিরপুরের আমলা-সদরপুরের বাদশা মিস্ত্রির ছেলে। তার স্ত্রী রহিমা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে।

এই মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এবং সরকারিপক্ষের আইনজীবী ছিলেন পিপি আকরাম হোসেন দুলাল।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh