• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘সারা শরীরে যে কী ব্যথা কীভাবে বোঝাব?’

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৫ জুলাই ২০১৮, ১৬:৫৭

‘সারা শরীরে যে কী ব্যথা তা কীভাবে বলে বোঝাব? এই যে বসে আছি এভাবে কতক্ষণ বসে থাকা যায় বলেন, নড়াচড়া তো করতেই হয়, তাই না? কিন্তু আমি তো তা পারছি না! একটু নড়লেই ব্যথা লাগছে। সহ্য করার মতো নয় রে ভাই!’

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে দেখতে গেলে এভাবেই নিজের ওপর হওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন পরিষদের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারিক।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ড. সুব্রত কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

তারিকের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার সহপাঠী মতিউর রহমান। তিনি চিকিৎসকের বরাত দিয়ে বলেন, তারিকের মাথায় নয়টা সেলাই দেয়া হয়েছে। প্রচুর রক্তপাত হওয়ায় ওর শরীর অনেক দুর্বল। ভারী কিছু দিয়ে আঘাত করায় তারেকের ডান পা একেবারে ভেঙে গেছে। ব্যান্ডেজ করা হয়েছে এখনও প্লাস্টারও করা হয়নি। অস্ত্রোপচার না করলে তার পা স্বাভাবিক হবে না। আর তার পুরো শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। সবসময় ব্যথায় কাতরাচ্ছে।