• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেরপুর সীমান্তে মৃত বন্য হাতি উদ্ধার

স্টাফ রিপোর্টার, শেরপুর

  ০৫ জুলাই ২০১৮, ১৩:৫৭

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি মৃত বন্য হাতি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রাম থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের একটি মাঠে এলাকাবাসী একটি মৃত বুনো হাতি পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের তাওয়াকুচা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।

বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, মৃত হাতিটির বয়স ১২ থেকে ১৫ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত করার পর এটিকে মাটিচাপা দেয়া হবে বলে জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিরঝিলে ভাসমান সেই মরদেহের পরিচয় পাওয়া গেছে
হাতিরঝিলে ভাসছিল যুবকের মরদেহ
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
X
Fresh