• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১২:০৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

টঙ্গীর স্টেশন রোড থেকে গাজীপুরের পোড়াবাড়ী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা যানজট দেখা দিয়েছে।

অতিবৃষ্টির কারণে মাহসড়কের দুই পাশে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

---------------------------------------------------------
আরও পড়ুন : গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ২, আহত ৮
----------------------------------------------------------

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, বুধবার সারাদিন এবং রাতভর বৃষ্টির কারণে রাস্তার দুই পাশে পানি জমা এবং বিআরটি প্রকল্পের কাজে রাস্তা খননের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

ফলে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।এ যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

তিনি আরও বলেন, বৃষ্টি না হলে অতি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
মহাখালী টার্মিনালে বাস সংকটে ম্লান বাড়ি ফেরার খুশি
X
Fresh