• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ২, আহত ৮

জয়পুরহাট প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১০:৪৯

জয়পুরহাটের মঙ্গলবাড়ীতে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ২ জন নিহত হয়েছেন। এছাড়া এদুর্ঘটনায় আটজন আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জটিরহাট গ্রামের মৃত খায়ের উদ্দিনের ছেলে কাউছার হোসেন (৫০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ধানসুরা গ্রামের মারুফের ছেলে মানিক (২৭)।

-----------------------------------------------------------------
আরও পড়ুন : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, সতর্কতায় মাইকিং
-----------------------------------------------------------------

আহতরা হলেন- জয়পুরহাটর সদর উপজেলার পারুলিয়া গ্রামের বিশ্বনাথের ছেলে মংলী (৩৫), হেলকুন্ডা গ্রামের আব্দুল লতিফের ছেলে রাহাত (১৮) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের মৃত আনোয়ারুলের ছেলে দেলোয়ার (২৮), একই গ্রামের নেজামের ছেলে রেজাউল (৫০), হামিদুলের ছেলে মামুদুল (৪৫), জাহাঙ্গীরের ছেলে রফিকুল (৫০) চাপাইনবাবগঞ্জ জেলার ধানসুরা গ্রামের খাদেমুলের ছেলে জাহাঙ্গীর (২০)।

জয়পুরহাট সদর থানার ওসি মুমিনুল হক আরটিভি অনলাইনকে জানান, রাজশাহী থেকে গরু কিনে ভটভটি যোগে দিনাজপুর যাওয়ার সময় মঙ্গলবাড়ী এলাকায় আসলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে দুই জন নিহত হয়েছেন। আহতদের জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন :

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি চাঁদাবাজি, অবরোধ

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh