• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৪ জুলাই ২০১৮, ১১:২৬

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জালাল (৩৮)। পুলিশের দাবি নিহত জালাল একজন মাদক ব্যবসায়ী।

ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয় ডিবির পক্ষ থেকে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের ভাষ্যমতে, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক হাতবদল করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জালালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই জুয়েল এবং কনস্টেবল ফজলুল হক আহত হন। তাদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জালালের বিরুদ্ধে মাদক, হত্যাসহ ছয়টির বেশি মামলা রয়েছে বলে দাবি করেন ডিবির ওই কর্মকর্তা।

আরও পড়ুন :

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাজিল-মেক্সিকো সমর্থকদের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh