• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারী বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগ চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম

  ০৩ জুলাই ২০১৮, ১২:১৩

রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান আরটিভি অনলাইনকে জানান, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আর এই বৃষ্টিপাতের কারণে নগরীর চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, বেপারিপাড়াসহ নিম্নাঞ্চলে জমেছে প্রায় হাঁটু পরিমাণ পানি। ফলে নগরবাসীকে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিরিক্ত রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া দিয়ে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বাসিন্দা নয়ন বগুয়া জয় আরটিভি অনলাইনকে বলেন, সকালে অফিস থাকায় হাঁটু পরিমাণ পানিতে ভিজেই আসতে হয়েছে।

নগরীর সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা নাইমুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই সিডিএ এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়।

জলাবদ্ধতার জন্য নগরবাসী নগরীর খালগুলো দখল হওয়ার পাশাপাশি নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করাকেও দায়ী করেন ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপপ্রবাহ আরও তিন দিন, স্বস্তির বৃষ্টি হতে পারে যেসব জায়গায় 
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh