• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাথরঘাটায় পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর ধরলেন সাপুড়ে

বরগুনা প্রতিনিধি

  ০৩ জুলাই ২০১৮, ০৯:৪১

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ১০ হাত লম্বা একটি অজগর সাপ ধরেছেনেএক সাপুড়ে।

সোমবার দুপুরে ওই গ্রামের ইছহাক হাওলাদারের বাড়ির পুকুর থেকে অজগর সাপটি ধরা হয়।

ইছহাক হাওলাদার আরটিভি অনলাইনকে জানান, সোমবার দুপুরে তার পুকুরে সাপটি ভাসতে দেখে পাথরঘাটা পৌরসভার সাপুড়ে মো. দুলালকে খবর দেয়া হয়। খবর পেয়ে দুলাল ওই বাড়ির পুকুর থেকে ১০ হাত লম্বা অজগর সাপটি ধরেন।

ইছহাক আরও জানান, ওই সাপটি তার পুকুরের অনেক মাছ খেয়ে ফেলেছে। সাপটি ধরার পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।