• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চুরির প্রতিবাদ করায় বৃদ্ধাকে চুল কেটে নির্যাতন

রাজবাড়ী প্রতিনিধি

  ৩০ জুন ২০১৮, ১৮:৩২

রাজবাড়ীতে চুরির প্রতিবাদ করায় আফেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের খানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার আফেদা বেগম ওই গ্রামের মৃত মকবুল দেওয়ানের স্ত্রী।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় অভিযুক্ত মুন্না ও তার ভাবীকে আটক করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আফেদা বেগম জানান, গতকাল শুক্রবার ভোর তিনটার দিকে তার বাড়িতে স্থানীয় মুন্নাসহ কয়েকজন চুরি করার জন্য প্রবেশ করে। এসময় তিনি বিষয়টি দেখে চিৎকার দিলে তার ছেলে হবি দেওয়ানও বাইরে এসে চোরদের দেখতে পান। পরে সকালে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান।

এতে ধরা পরে যাবার আশঙ্কায় ওই চোরের দলের পক্ষে সুজন, মিজান, বাবলু বিশ্বাস ও সাব্বিরসহ ৮-৯ জন ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে আফেদার বাড়িতে গিয়ে তাকে মারধর করে মাথার চুল কেটে দেয়।

এসময় তার ছেলে হবি দেওয়ান বাধা দিতে গেলে তাকেও মারধর করে। এরপর স্থানীয়রা তাদের মা ও ছেলেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির আরটিভি অনলাইনকে বলেন, আমি এলাকার বাইরে আছি। তবে ঘটনাটি শুনেছি। এ ঘটনা অমানবিক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
যে কারণে জেল থেকে বের হয়েই স্ত্রীকে হত্যা করল স্বামী 
অপবাদ দিয়ে স্কুলশিক্ষককে খুঁটিতে বেঁধে নির্যাতন
X
Fresh