• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনঃগঠন করা হচ্ছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৯ জুন ২০১৮, ১৭:৫৩

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনঃগঠন করা হচ্ছে। ট্রাইব্যুনালের বিচারক আবু আহমেদ জমাদারকে কিছুদিন পূর্বে হাইকোর্টে নিয়োগ দেয়ার কারণে যুদ্বাপরাধ ট্রাইব্যুনাল পুনঃগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী রোববার অথবা সোমবার পুনঃগঠনের আদেশ বের হবে। এরপর থেকেই ট্রাইব্যুনাল বসবে।

এরপর আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল থেকে আসা নেতাকর্মীদের সাথে বর্ধিতসভায় যোগদান করেন।

বর্ধিতসভায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ : আইনমন্ত্রী 
বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হচ্ছে
X
Fresh