• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ত্রিশাল থানার ওসির বিরুদ্ধে চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৮ জুন ২০১৮, ১৯:৩১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে মারধরের অভিযোগ উঠেছে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় পোড়াবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

চেয়ারম্যান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা বলছেন একজন জনপ্রতিনিধিকে ওসির প্রকাশ্যে মারধর করা অনৈতিক। আর পুলিশ প্রশাসন বলছে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ওই ওসির বিরুদ্ধে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সীমান্তে রোহিঙ্গাদের ওপর বিজিপি’র গুলি, আহত ১
--------------------------------------------------------

হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ জানান, গত বৃহস্পতিবার স্থানীয় পোড়াবাড়ি বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল বিক্রির অভিযোগ আবুল কাশেম নামের এক দোকানদারকে আটক করে ত্রিশাল থানার এসআই মাসুদুর রহমান।

পরে তাকে ছাড়াতে পোড়াবাড়ি বাজার কমিটি ও চেয়ারম্যান ওই এসআইকে সুপারিশ করে। কিন্তু এসআই মাসুদ ওসিকে ফোনে বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়া হয়েছে। এ খবর শুনে ওসি ঘটনাস্থলে এসে প্রকাশ্যে গালাগাল ও মারধর করে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী জানান, চেয়ারম্যানকে মারধরের কোনও ঘটনা ঘটেনি। চেয়ারম্যানের লোকজনই পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়েছে। তারপরও অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
ঈদের দিন তরুণ-তরুণীর মারধর, মিম ফিরলেন শ্বশুরবাড়ি
X
Fresh