• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৮ জুন ২০১৮, ১৫:০৮

নারায়ণগঞ্জের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ গেল ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানের দাবিতে কালিরবাজরের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

সমাবেশে বক্তারা দ্রুত ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষকে উদ্ধারের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন। ব্যবসায়ীদের অভিযোগ প্রবীর চন্দ্র ঘোষ ১১ দিন ধরে নিখোঁজ। কিন্তু পুলিশ তাকে উদ্ধারে কিছু করতে পারেনি। উল্টো পুলিশ বিভ্রান্তির সৃষ্টি করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
--------------------------------------------------------

জানা যায়, গেল ১৮ জুন রাত সাড়ে নয়টায় নগরীর বালুর মাঠের বাসা থেকে কালিরবাজার এসে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ। রাতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে ১৯ জুন নিখোঁজ ব্যবসায়ীর বাবা সোমি ভোলানাথ চন্দ্র ঘোষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভোলানাথ চন্দ্র ঘোষ বলেন, আমার ছেলেকে জীবিত ফেরত চাই। এজন্য পুলিশ প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নারায়ণগঞ্জ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ কমল দেব বলেন, একজন মানুষ ১১ দিন ধরে নিখোঁজ থাকার পরেও পুলিশ তার কোনও হদিস দিতে পারেনি, এটা খুবই আশ্চর্যের।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
X
Fresh