• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি

  ২৭ জুন ২০১৮, ২৩:২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তরিকুল ইসলাম (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পতাকা বৈঠক শেষে সন্ধ্যায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটককৃত তরিকুল ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গোদাগছ এলাকার আব্দুর রহমানের ছেলে।তিনি একজন গরু চোরাকারবারি বলে জানা গেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তের ভারতীয় তারকাঁটা কেটে তরিকুল ইসলাম বাংলাদেশে প্রবেশ করে। এসময় ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। তাকে আটকের পর ভজনপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে উভয়পক্ষের সম্মতিতে তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ বলেন, ভারতীয় ওই নাগরিক সীমান্তে ভারতের তারাকাঁটা কেটে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তিনি একজন অপরাধী এজন্য বিএসফের সঙ্গে বৈঠকের পর তাকে দেশের প্রচলিত আইনে মামলা দিয়ে তেঁতুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
X
Fresh