• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মায় স্পিডবোটডুবি: নিখোঁজ ৫, উদ্ধার ১৭

মাদারীপুর প্রতিনিধি

  ২৭ জুন ২০১৮, ১১:৫৯

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ২০ জন যাত্রী নিয়ে উত্তাল পদ্মায় স্পিডবোট নিখোঁজের ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে প্রবল স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : আরিফকে নিয়ে দলে মান-অভিমান, ১২ নেতাকে ঢাকায় তলব
----------------------------------------------------------------------

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সকালে ২০ জন যাত্রী নিয়ে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। লৌহজং পয়েন্টে আসলে প্রবল স্রোতের কারণে ২০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় স্থানীয়রা ট্রলার ও অন্য স্পিডবোটের মাধ্যমে ১৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ৬ জনকে অসুস্থ অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবী তাদের।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী মো. ইমরান আহম্মেদ আরটিভি অনলাইনকে জানান, বিআইডব্লিউটিএ সঙ্গে কথা বলে জানতে পেরেছি এ ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছে। পদ্মায় প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন :

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh