• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গরু মোটাতাজা করার দেড় লাখ পিস ট্যাবলেট জব্দ

হিলি সংবাদদাতা

  ২৫ জুন ২০১৮, ১৪:৪১

দিনাজপুরের হিলি সীমান্তের মুহাড়াপাড়া এলাকা থেকে ৫১ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণের ভারতীয় নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান আরটিভি অনলাইনকে জানান, ভারত থেকে গরু মোটাতাজাকরণের ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন সংবাদ আসে। পরে সোমবার ভোররাতে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মুহাড়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৭টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর থেকে ১ লাখ ৫৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ ডেক্সিন ট্যাবলেট, ১০ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট, ২৬৭ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয়। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৫১ লাখ ৪৮ হাজার ৩শ’ টাকা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসার চিকিৎসায় নতুন ট্যাবলেট আনছে ভারত, দাম হাতের নাগালেই
X
Fresh