• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ক্ষতিগ্রস্ত কৃষকরা পাচ্ছেন না ধানের ন্যায্য দাম

অনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর ২০১৬, ১৩:১৭

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলার কৃষকদের কাছ থেকে ভতুর্কি দিয়ে একশ’ টন বোরো ধান কেনার সিন্ধান্ত নেয় সরকার। স্থানীয় বাজারে ধানের দাম ১৩ থেকে ১৫ টাকা কেজি হলেও। কৃষকদের সহায়তার জন্য প্রতি কেজি ২৩ টাকা নির্ধারণ করে সরকার।

পাথরঘাটা খাদ্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা কৃষি অফিস ও ব্যাংক ম্যানেজ করে কৃষকদের ভুয়া তালিকা তৈরি করে। পরে দালাল ও ফড়িয়াদের মাধ্যমে অন্য জেলা থেকে কম দামে নিম্নমানের ধান সংগ্রহ করা হয়।

অবশ্য কাগজ কলমে যে সব কৃষকের নাম দেখানো হয়েছে তাদের অনেকেই জানেন না ধান বিক্রির কথা। এ অভিযোগ খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে।

এ অঞ্চলের কৃষক ও জনপ্রতিনিধিরা জানেনই না কখন ধান সংগ্রহ করেছে সরকার। এতে প্রকৃত কৃষকরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। লাভবান হয়েছে দালাল, ফড়িয়া ও খাদ্য অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা।

এ অপকর্মের কথা জানাজানি হলে পাথরঘাটা খাদ্য গুদামের পরিদর্শক আবদুর রহমান নিজের কৃতকর্ম গণমাধ্যমে প্রচার বন্ধে সাংবাদিককে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, অভিযোগটি তিনি শুনেছেন। তদন্ত করে দেখা হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh