• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মৌলভীবাজারে ভাঙা বাঁধ মেরামত না করলে ফের বন্যার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

  ২৩ জুন ২০১৮, ১৯:১৬

মৌলভীবাজার পৌরসভাসহ চার উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমাগত উন্নতির দিকে। তবে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামত না হওয়ায় নদীর পানি বাড়লে নতুন করে বন্যার মুখে পড়তে হবে জেলাবাসীকে। তাই এই মুহূর্তে ভাঙা বাঁধগুলো দ্রুত মেরামতসহ ত্রাণ ও পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মৌলভীবাজারের শেরপুরে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাড়িঘর, পুকুরের মাছ সব হারিয়ে বানবাসিরা এখন দিশেহারা। আর মৌলভীবাজার শহরের পানি কমার পর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে চলছে পলি সরানোর কাজ।

আর নতুন বন্যার হাত থেকে রক্ষা পেতে কোনও কোনও জায়গায় এলাকাবাসী নিজ উদ্যোগেই শুরু করেছেন ভাঙা বাঁধের মেরামত কাজ।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্রশংকর চক্রবর্তী আরটিভি অনলাইনকে বলেন, দুটি মহাসড়কের ভাঙা অংশ ইতোমধ্যে মেরামত করায় যান চলাচল শুরু হয়েছে। আর মৌলভীবাজার ও রাজনগরে বেশ কিছু বাঁধ মেরামতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

পানি সরে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত না করলে আবারও বন্যার আশঙ্কা করছেন জেলাবাসী।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ এলেই শুরু হয় মেয়াদহীন লঞ্চ মেরামতের হিড়িক (ভিডিও)
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
মৌলভীবাজারে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
পঞ্চগড়ে চাকা মেরামত করতে গিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু
X
Fresh