• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

  ২২ জুন ২০১৮, ২০:২৫
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ আলী আরাফাত (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত চট্টগ্রাম হালিশহরের আমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন, আজ সকালে নিহত আরফাতসহ ৪-৫জন বন্ধু সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়। এসময় অন্যান্য সহপাঠিরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : খেলতে গিয়ে নদীতে পড়ে প্রাণ গেলো ভাই-বোনের
--------------------------------------------------------

অপরদিকে আমাদের সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, সীতাকুণ্ডে বেড়াতে এসে সাগরে নিখোঁজের একদিন পর আজ শুক্রবার দুপুরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হলেন নাজমুল হাসান ইমন (১৯) ও রাজ (১৮)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাগরের পানিতে গোসলে নামলে সমুদ্রের ঢেউয়ে তারা ভেসে যান। নিহতরা উভয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা এবং আপন খালাতো ভাই। নয়জনের পর্যটক দলটির মধ্যে আরও চারজন অসুস্থ হলে তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
যেভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
‘কক্সবাজারকে সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে’
X
Fresh