• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মামলায় হেরে গিয়ে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,নরসিংদী

  ২২ জুন ২০১৮, ১১:৩২

মামলায় হেরে গিয়ে দুই সন্তানকে হত্যার পর এক বাবা আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতের কোনও একসময় নরসিংদীর রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজল মোল্লা (৩২) ও তার মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লা (৫)।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক স্থানে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন। বিদেশে যাওয়ার জন্য তিনি রুহুল আমিন নামের একজনকে টাকা দেন। রুহুল আমিন ওই টাকা কাজলকে ফেরত দিতে টালবাহানা করতে থাকে। পরে রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কাজল।

গতকাল বৃহস্পতিবার ওই মামলার রায়ে হেরে যান কাজল। পরে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসেন। ওই দিনই সন্ধ্যায় বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেড়িয়ে পড়েন। শুক্রবার সকালে স্বজনরা খবর পান বাড়ির খানিকটা দূরে তুলাতুলী ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে কাজল তার দুই সন্তানকে হত্যা করে সে নিজেও আত্মহত্যা করেছে।

এই মর্মান্তিক খবর পেয়ে এএসপি সার্কেল বেলাল হোসাইন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠান।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh