• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফুটবল খেলতে যাওয়ার পথে প্রাণ হারালো ২ কিশোর

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ২০ জুন ২০১৮, ১১:৩২

নরসিংদীর রায়পুরা উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী ট্রলি উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলা রায়পুরা উপজেলা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভুঁইয়ার ছেলে মো. মামুন ভুঁইয়া (১৮) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)।

----------------------------------------------------------------------------
আরও পড়ুন : ময়মনসিংহে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
----------------------------------------------------------------------------

আহত আতিকুর রহমান জানায়, সকালে নরসিংদীর মেথিকান্দা শেষ মাথায় রায়পুরা টু খাকচর রোডে পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে ড্রাইভার বাবু (১৮) প্রায় ৩০ জন ফুটবল খেলোয়াড় নিয়ে রায়পুরা কলেজ মাঠে খেলার জন্য রওনা দেয়। মেথিকান্দার রাস্তায় বেপরোয়া ট্রাক্টর (ইছারমাথা) মোড় গোড়ানোর সময় গতিরোধ করতে না পেরে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাক্টর খাদে পড়ে যায়। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে দুইজন নিহত হয়। অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানার এসআই রাফিউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh