• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে থ্রি-হুইলার উল্টে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি

  ১৯ জুন ২০১৮, ২০:১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) উল্টে গিয়ে রইচ শেখ (৩২) নামে এক যাত্রী নিহত ও অপর ১০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া-রাজপাট সড়কে এ ঘটনা ঘটে। রইচ শেখ নিকটবর্তী তেঁতুলিয়া গ্রামের খোকন শেখের ছেলে।

নিহতের চাচা ভুলু শেখ জানিয়েছেন, চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই থ্রি-হুইলারের ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিল। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারটি রাস্তা-সংলগ্ন একটি তালগাছের সঙ্গে সজোড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে থ্রি-হুইলারের সকল যাত্রী আহত হয়। পরে গুরুতর আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার রইচ শেখকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অলিয়ার শেখ (২৮), হাবিল সিকদার (৪০) ও মাহিন শেখকে (৩০) সেখানে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রইস শেখ নিহত ও অপর ৫ যাত্রী আহত হয়েছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
X
Fresh