• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে বাস উল্টে চালক নিহত, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

  ১৯ জুন ২০১৮, ১২:০৩

মাদারীপুরের কালকিনি উপজেলায় বাস উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রবিউল ইসলাম (৩০) । দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই বাসচালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রুটের যানগুলো পাথুরিয়ার পাড়-মাদারীপুর সড়ক হয়ে মস্তফাপুর দিয়ে চলাচল করছে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু বালা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
X
Fresh