• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

পাবনা প্রতিনিধি

  ১৭ জুন ২০১৮, ১৭:৫৮

পাবনা-নগরবাড়ী মহাসড়কের আতাইকুলা নামকস্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে মজির উদ্দিন(৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

নিহত মজির উদ্দিন আতাইকুলা পশ্চিমপাড়া গ্রামের আজেম উদ্দিনের ছেলে।

আজ(রোববার) বিকেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে সেজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা যাচ্ছিল। বাসটি আর আতাইকুলা নামক স্থানে মজির উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

এদিকে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী-রামপুর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পৌর এলাকার কাঠালী গ্রামের মহুরী বাড়ির আবদুল মাতিন বাচ্চুর ছেলে মিজান (৪০), বেলাল (৩০) এবং একই এলাকার অটোরিকশা চালক রাকিব।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh