• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাটুরিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৫ জুন ২০১৮, ১৮:৪৪

পাটুরিয়া ঘাটের অবস্থা এখন অনেকটা ভালো। ভোর থেকেই ছোট-বড় সব ধরনের গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিকেল বেলা ফেরি পারের জন্য অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন ছিল। যাত্রী ও গাড়ির চাপ অনেকটাই কমে গেছে।বিকেল পাঁচটার পর থেকে ঘাটের অবস্থা অনেকটাই স্বাভাবিক রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৯টি ছোট-বড় ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম এবং পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাটে উপস্থিত থেকে একযোগে কাজ করছেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাটুরিয়া ঘাটসহ ঢাকা-আরিচা মহাসড়কে তৎপর আছেন। ঘাট এলাকায় নানা ধরনের অনিয়ম ঠেকাতে সার্বক্ষণিকভাবে কাজ করছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সেখানে একটি মেডিকেল টিম কাজ করছে। ঘাট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মনিটরিং করছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

জেবি/পি