• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে ২২ গ্রামে ঈদ-উল-ফিতর

পটুয়াখালী প্রতিনিধি

  ১৫ জুন ২০১৮, ১৬:১৫

পটুয়াখালীর ২২ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর পালন করেছেন।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম গণি।

জানা যায়, জেলার কলাপাড়া, গলাচিপা ও বাউফল উপজেলার ২২ গ্রামে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এসব গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা, কানকুনিপাড়া, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুর।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এই ২২ গ্রামের মুসুল্লিরা ঈদ-উল-ফিতর পালন করছেন। এসব গ্রামের মুসল্লিরা চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারী।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না জামাতার
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ৬৯ কিশোর
শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে জনসমুদ্র
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
X
Fresh