• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হিমছড়ি সমুদ্রের তীরে অজ্ঞাতনামার মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

  ১৪ জুন ২০১৮, ১৯:৫৭

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রের তীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হিমছড়ির আর্মি ক্যাম্প পয়েন্টস্থ সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ মরদেহটি সাগরের তীরে ভেসে আসে। সাগরে মাছ ধরতে গিয়ে রোববার ভোরে ১৬টি ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় সর্বশেষ নিখোঁজ ১৬ জনের মাঝে গত ১২ জুন ইনানী ও সী-ইন পয়েন্টে পাওয়া দুজনের মরদেহ জেলেদেরই বলে ধারণা করা হচ্ছে। আর বৃহস্পতিবার হিমছড়িতে পাওয়া মরদেহটিও নিখোঁজ জেলেদেরই একজন হতে পারে।

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্টের পর মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে বেতার বার্তা দেয়া হয়েছে। পাশাপাশি ট্রলার মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh