বলেশ্বর নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
পিরোজপুরে বলেশ্বর নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চাঁদমাড়ি এলাকার বলেশ্বর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম বিক্রম কর্মকার। তিনি শহরের বসন্তপুল সড়কের প্রশান্ত কর্মকারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
সদর থানার এসআই মনিরুজ্জামান মুনির জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁদমাড়ি এলাকায় বলেশ্বর নদীতে বিক্রম কর্মকার ও তার কয়েকজন বন্ধু গোসল করতে গিয়ে ডুবে যায়। বন্ধুরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে প্রায় ৩ ঘণ্টা পরে নদী থেকে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেবি