• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২২০ সেন্টিমিটার উপর দিয়ে

হবিগঞ্জ প্রতিনিধি

  ১৪ জুন ২০১৮, ১৪:৩৪

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামগুলো।

গেল মঙ্গলবার হবিগঞ্জে ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়তে থাকে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। বিপদসীমার ২২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। রাতে স্থানীয় লোকজন আতঙ্কে খোয়াই নদীর বাঁধের উপর রাত জেগে পাহারা দিয়েছে। যাতে করে কোনও স্থানে ভাঙনের সৃষ্টি হলে তাৎক্ষণিক মেরামতের ব্যবস্থা করা যায়।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন বৃষ্টি না হওয়ার কারণে আশা করি বিকেলের দিকে পানি কমতে থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন (গ্রেড-৪)
জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
X
Fresh