• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

  ১৪ জুন ২০১৮, ১২:৫৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহসান হাবীব আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী দুই কন্যা পরিবহনের একটি বাস

গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মায়ের আশির্বাদ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন আরও ২৫ জন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
X
Fresh