• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দৈনিক ৯ হাজার যানবাহন পারাপারে প্রস্তুত পাটুরিয়া-দৌলতদিয়া

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৩ জুন ২০১৮, ১৬:১২

ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারে প্রস্তুতি নিয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ফেরির সংখ্যা বাড়ানো এবং পুরনো ফেরি মেরামতসহ বিভিন্ন কাজ শেষ হয়েছে।

যাত্রী নিরাপত্তায় রাস্তার বিভিন্নস্থানে ও ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম রুট, ঢাকা-আরিচা মহাসড়ক। এ রুটের সব গাড়িকেই পাড়ি দিতে হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ।
স্বাভাবিক সময়ে এ পথে প্রতিদিন পার হয় গড়ে সাড়ে ৪ হাজার যানবাহন। ঈদের সময় এ সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ। ঈদের বাড়তি চাপ সামলাতে এবার যানবাহন পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৯টি ফেরি।

এদিকে ফেরি সার্ভিসের বাইরে শুধু যাত্রী পারাপারের জন্য এখানে প্রস্তুত রাখা হয়েছে ছোট ছোট ৩৩টি লঞ্চ।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু ও ধলই নদীর পানি
--------------------------------------------------------

বিআইডব্লিউটিসি’র আরিচা শাখার এজিএম, জিল্লুর রহমান জানান, ৩৩টি লঞ্চ পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজির হাট সমন্বয়ে চলছে। আমাদের এখানে যে কয়েকটি লঞ্চ আছে সেগুলোতে মেরিন আইননুসারে যা যা থাকা দরকার সবই আছে। পাটুরিয়া-দৌলতদিয়ায় বর্তমানে ১৭টি ফেরি আছে। আরও দুটি ফেরি আসছে। আশা করছি এই ১৯টি ফেরি দিয়ে ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি নিয়ে যেতে পারবো।

অপরদিকে যানজট নিরসনে ঘাট থেকে এক কিলোমিটার পর্যন্ত চালু করা হয়েছে ওয়ানওয়ে পদ্ধতি। পাশাপাশি আরও বেশকিছু ব্যবস্থা নিয়েছে, জেলা প্রশাসন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, এবছর আমারা প্রস্তুতি ভালোভাবে নিয়েছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি সেসব যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে পারবো।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় ফেরিডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ডুবে গেছে ফেরি ‘রজনীগন্ধা’
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট বন্ধ
X
Fresh